নিজস্ব সংবাদদাতা: কাজের সূত্রে ভিনরাজ্যে ছিলেন হাওড়ার এক দম্পতি। সেখানে এইচআইভি আক্রান্ত হন। পঞ্চায়েত ভোটে শাসকদলকে ভোট না দেওয়ায় ওই দম্পতির খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ এবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। দম্পতির অভিযোগ, তৃণমূলকে ভোট না দেওয়ায় সরকারি প্রকল্প থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা জুলফিকর আলির বিরুদ্ধে খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ এল সামনে। 'শনিবার এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি পদক্ষেপ নিল প্রশাসন। বিডিও অফিস থেকে জানা গেছে যে পুনরায় তাঁদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা চালু করা হয়েছে। অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে হাওড়ার শ্যামপুরে।