নিজস্ব সংবাদদাতা : আজ ময়দানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস, যেটি ছাত্রদের নিয়ে যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। সেই সময় রাস্তার ধারে থাকা এক মহিলা ফুটপাত ব্যবসায়ীকে চাপা দেয় বাসটি। দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হয় এবং আরও চারজন পথচারী আহত হন। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করে ঘটনাটি তদন্ত করছে।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)