নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত হয়েছে ২০২৩-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করলেন। পরীক্ষার্থীদের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করার দিনক্ষণও জানানো হয়েছে।
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি, এই বছর ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই-সহ অনলাইনে টাকা জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। রিভিউর ব্যাপারে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। ৩১ মে মধ্যরাত থেকে রিভিউর জন্য আবেদন করার লিঙ্ক দেখতে পাবেন পড়ুয়ারা।