১৯ তারিখ মাধ্যমিকের রেজাল্ট! দেখবেন কীভাবে?

আজ জানা গেলো যে আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। যারা বাড়িতে থাকবেন তারা কীভাবে দেখবেন এই ফলাফল? রইলো সেই পদ্ধতি। ক্লিক করে পুরোটা দেখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
boardexam

নিজস্ব সংবাদদাতা: আজ শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu) করেছেন আগামী ১৯ মে প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam Result)। কীভাবে দেখবেন রেজাল্ট?

১. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in - এ যেতে হবে। 

২. হোম পেজের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন। 

৩. একটি নতুন পেজ খুলবে। তার উপর লেখা থাকবে 'Madhyanik Pariksha (SE) Results- Year 2023'। নিচে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। সেখানে তথ্য দিন। 

৪. সবশেষে 'Submit'- এ ক্লিক করুন।