নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতেই নতুন নিম্নচাপের আগমনের খবর শুনিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই সপ্তাহ শুরু বৃষ্টি দিয়ে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। দফায় দফায় চলছে বৃষ্টিপাত। তবে বেগ প্রবল নয়। হালকা থেকে মাঝারি বর্ষণই প্রাপ্তি দক্ষিণবঙ্গের। যেহেতু সোমবার নতুন নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বৃষ্টি ভাগ্য কেমন তা নিয়ে উঠছে প্রশ্ন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে বড় বদল আসতে পারে আবহাওয়ায়। এমনিতে দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও যদি নিম্নচাপ সহায় হয়, যদি মৌসুমী বায়ু আরো সক্রিয় হয় তবে বৃষ্টি প্রাপ্তি হতে পারে। এমনিতেই চলতি বছরে বৃষ্টির অভাবে অনেকটাই ঘাটতি তৈরি হয়েছে। নিম্নচাপের বৃষ্টিতে সেই ঘাটতি মেটে কিনা সেটাও দেখার। চাষবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যায় পড়ছেন কৃষকরা।
কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ক্ষণে ক্ষণে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা এই মহানগরী। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা যাচ্ছে।
আরো জানা যাচ্ছে যে সোমবারের মধ্যেই বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান ঘূর্ণাবর্তে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে সোম এবং মঙ্গলবার কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এতো গেল দক্ষিণবঙ্গের কথা। কী অবস্থা উত্তরবঙ্গের? চলতি বছরে সঠিক সময়ে বর্ষা প্রবেশ করেছে পাহাড়ে। তার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। তবে এখন বৃষ্টির পরিমাণ কমেছে। চলতি সপ্তাহে পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং সহ পার্বত্য এলাকায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ।
ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর দিশা রাতলাম বেতুল চন্দ্রপুর এবং গোপালপুরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত। নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। নিম্নচাপ কতটা শক্তিশালী হয় তার ওপর নির্ভর করবে বৃষ্টির পরিমাণ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে তা রয়েছে ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী এলাকায়। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে নিম্নচাপ অবস্থান করছে। ফলে উপকূলবর্তী অঞ্চলে বিপদের আশঙ্কা।