"এবার যুদ্ধক্ষেত্রে দেখা করব"! মধ্যরাতে ভারতকে হুমকি দিয়ে গেল পাক প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তড়িঘড়ি বৈঠক রাজ্যগুলির মুখ্য সচিবদের সাথে!
৩০০০ ভারতীয় পতাকার মিছিল! হল ঘোষণা
ভারতীয় বাহিনীর দ্বারাই ভারতের গুরুদ্বারগুলিতে আক্রমণ? পাক হামলার মাঝেই বিস্ফোরক শিখ সম্প্রদায়
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই পাকিস্তান কারলো প্রাণ, এরপর এই দেশকে কি বলা যায়?
BREAKING: জম্মু ও কাশ্মীরের নাগরোটা সেনা ঘাঁটিতে সন্দেহজনক কার্যকলাপ! আজ রাতেই কি হবে বড় কিছু?
BREAKING: বাংলাদেশে নিষিদ্ধ হল আওয়ামী লীগ!
নিয়ন্ত্রণ রেখায় সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি? সজাগ করে দিলেন বিদেশ সচিব
‘এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেবে ভারত’, পাকিস্তানকে জোরালো বার্তা দিলেন বিদেশ সচিব

Sanjay Roy: কাল সিভিক সঞ্জয়ের শাস্তি! তার আগে জেলে কি করছেন তিনি?

কাল আরজি কর মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। যদিও শনিবার রায়দানের সময় আদালতে মুখ খুলেছিল সে। এখন নিজের মত চুপচাপ বসে রয়েছে। বন্ধ কথা-বার্তা, খাওয়া-দাওয়া।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-19 at 20.22.45

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের ১৬২ দিনের মাথায় রায়দান। শনিবারে শিয়ালদহ আদালতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। আর রায়ের পর থেকে আরও বদলে গিয়েছে তাঁর আচরণ। বর্তমানে তিনি আছেন প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে। আদালত জানিয়েছে, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন। আগামীকাল সোমবার
সাজা ঘোষণা হবে তাঁর। 

ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে ঢোকানোর পর থেকেই কার্যত মুখে কুলুপ এঁটেছেন সঞ্জয় রায়। এমনকি, কারারক্ষীরা তার সাথে কথা বলার চেষ্টা করলেও তাতে সায় দেয়নি সিভিক সঞ্জয়। যদিও শনিবার রায়দানের সময় আদালতে মুখ খুলেছিল সে। এখন নিজের মত চুপচাপ বসে রয়েছে। বন্ধ কথা-বার্তা, খাওয়া-দাওয়া। সূত্রের খবর, সঞ্জয়ের জেলে সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা রাখা রয়েছে।