নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের ১৬২ দিনের মাথায় রায়দান। শনিবারে শিয়ালদহ আদালতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। আর রায়ের পর থেকে আরও বদলে গিয়েছে তাঁর আচরণ। বর্তমানে তিনি আছেন প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে। আদালত জানিয়েছে, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন। আগামীকাল সোমবার
সাজা ঘোষণা হবে তাঁর।
ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে ঢোকানোর পর থেকেই কার্যত মুখে কুলুপ এঁটেছেন সঞ্জয় রায়। এমনকি, কারারক্ষীরা তার সাথে কথা বলার চেষ্টা করলেও তাতে সায় দেয়নি সিভিক সঞ্জয়। যদিও শনিবার রায়দানের সময় আদালতে মুখ খুলেছিল সে। এখন নিজের মত চুপচাপ বসে রয়েছে। বন্ধ কথা-বার্তা, খাওয়া-দাওয়া। সূত্রের খবর, সঞ্জয়ের জেলে সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা রাখা রয়েছে।