নিজস্ব সংবাদদাতা: জেলায় জেলায় ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে। কলকাতা সেখান থেকে বাদ যায়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঠান্ডা কমার কোনও সম্ভাবনা নেই। আপাতত পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েকদিন কলকাতাতে তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।