প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার পরিচারকের দেহ

একাধিক কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই প্রাক্তন ফুটবলারের বাড়ির পরিচারক।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Murder

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁরই বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের জি ডি ব্লকে। ঘটনার সময় ঘরে পি কে বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী ছিলেন না বলেই জানা যাচ্ছে। তবে তাঁদের অবর্তমানে বাড়িতে তাঁদের মেয়ে থাকে। তাই মেয়ে থাকাকালীন এই ঘটনা ঘটেছে বলেই মনে করছে পুলিশ।

যা জানা যাচ্ছে, গতকাল ছিল দোল উৎসব। সেই উপলক্ষ্যে বাড়ির পরিচারক এবং বাড়ির গাড়ির চালক রাতে মদ্যপানের আসরে বসেছিল। মদ্যপান চলাকালীনই বচসায় জড়িয়ে পড়েন দুজনে। মূল গেটের সামনে বসেই তারা মদ্যপান করছিল বলে অভিযোগ। আচমকায় বচসার মাত্রা বেড়ে গেলে গাড়ির চালক ঘরের ভিতর থেকে সবজি কাটার ছুরি এনে কোপ বসায় পরিচারকের দেহে। একাধিক কোপ মারতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই পরিচারক। 

Murder

আশেপাশের স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তারাই তড়িঘড়ি পরিচারককে হাসপাতালে নিয়ে যান এবং গাড়িচালককে পুলিশের হাতে ধরিয়ে দেন। ইতিমধ্যেই এই ঘটনার জন্যে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ওই রাতেই হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা ওই পরিচারককে মৃত বলেই ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আপাতত, ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।