কল থেকে পড়ছে ফুটন্ত জল! কবে মিলবে রেহাই?

গরম থেকে বাঁচতে বার বার স্নান করার কথা ভাবলে কিংবা মুখে চোখে জল দেওয়ার কথা ভাবলেই আঁতকে উঠতে হয়।

author-image
Pallabi Sanyal
New Update
১২

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : প্রচন্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। হাঁসফাস অবস্থায় নিমেষেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে আট থেকে আশি।  গরম থেকে বাঁচতে বার বার স্নান করার কথা ভাবলে কিংবা মুখে চোখে জল দেওয়ার কথা ভাবলেই আঁতকে উঠতে হয়। কারণ বেলা যত বাড়ছে ট্যাঙ্কের জলের তাপমাত্রাও সমান তালে বাড়ছে। দুপুরের দিকে কলের জলের তাপমাত্রা এমন থাকে যে মনে হয় বিনা আগুনে ফুটন্ত জল পড়ছে কল থেকে। অস্বস্তি থেকে বাঁচতে জলে হাত-মুখ ধোয়ারও উপায় নেই। ফুটন্ত জলে হাত-মুখ ধুতে গিয়ে  ছ্যাঁকা খেতে হচ্ছে রীতিমতো। এমতাবস্থায় চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় শহর থেকে রাজ্যবাসী। যদিও আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বিকেল থেকেই বদলাবে আবহাওয়া। আকাশ হবে মেঘলা। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।  এদিকে বর্ষা আসারও সময় হয়ে গিয়েছে।