শহরে বাড়ছে দুষ্কৃতীরাজ! বৃদ্ধ-বৃদ্ধাদের সুরক্ষা প্রশ্নের মুখে

শহরে আতঙ্ক! ফ্ল্যাটে ঢুকে চুরি-ডাকাতি! বহুতলের ঘটনায় সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
োোোোোোো

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধারা কতটা নিরাপদে রয়েছেন? বহুতলগুলিতে অপরাধ রোখার ব্যবস্থা নিয়েও বড় সড় প্রশ্ন তুলে দিল চারুমার্কেট এলাকার ঘটনা। যেখানে একাকী এক বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকে তাকে প্রাণে মারার চেষ্টা করে সোনার গয়না লুঠের অভিযোগ উঠেছে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বৃদ্ধার ছেলের গাড়ির চালক হয়ে অভিযুক্ত ফ্ল্যাটে প্রবেশ করে। তারপর জল খাওয়ার নাম করে ভিতরে ঢুকেই লুঠপাট শুরু করে। এমনকি, বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ। জখম হয়েছেন বৃদ্ধা। তবে শেষ রক্ষা হয়নি। গয়না সমেত প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। বহুজন ঢুকে এভাবে লুঠের ঘটনায় আতঙ্কে শহরের বয়স্ক মানুষরা। 

hiring 2.jpeg