পিছু হটার রাস্তা নেই... বিকাশ ভবনের সামনে থেকে গর্জে উঠলেন মানুষ গড়ার কারিগররা
আন্তর্জাতিক তহবিলের টাকা জঙ্গিদের পিছনে ঢালছে পাকিস্তান, মিললো তার প্রমাণ
নিরস্ত্র শিক্ষকদের এত ভয় পাচ্ছে পুলিশ! কার্যত দুর্গে পরিণত করা হল বিকাশ ভবনকে
মানুষ প্রাতরাশ করতে যত সময় নেয়, ততক্ষণে আপনারা শত্রুপক্ষকে খতম করে দেন! ভুজে বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী
ত্রালে গ্রামবাসীদের পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল সেনাবাহিনীরা
কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন
জাতিসংঘের স্বীকৃতি! বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতেরই
এটা আমাদের লড়াইয়ের প্রাথমিক জয়! কী বললেন ডিএ আন্দোলনকারী
অবশেষে সরকারি কর্মচারিদের জন্য সুখবর! রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

রাশিফল: রথযাত্রার শুভদিনে অর্থ ভাগ্য চরমে, এই ৪ রাশির আজ প্রচুর অর্থ আসবে

আজ ভালো দিন কর্কট, কন্যা, বৃশ্চিক ও ধনু রাশির। প্রচুর অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। 

author-image
Aniket
New Update
horoscope

File Picture

নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক মত বলে কোনও ব্যক্তির ভাগ্য নির্ভর করে তার রাশির ওপর। রাশির সঙ্গে গ্রহ-উপগ্রহের যোগ কোনও ব্যক্তির ভাগ্য বদলে দিতে চোখের পলকে। সেইমত আজ ব্যাপক ভাগ্য থাকবে কর্কট, কন্যা, বৃশ্চিক ও ধনু রাশির জাতক ও জাতিকাদের। জানুন কেমন যাবে কর্কট, কন্যা, বৃশ্চিক ও ধনু রাশির জাতক ও জাতিকাদের আজকের দিন- 

কর্কট রাশি- আজ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির জাতক ও জাতিকাদের। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় কোনও সুযোগ পাবেন। যার দরুন হাতে আসবে প্রচুর অর্থ। চাকরির স্থানে সুনাম বাড়বে আজ আপনার। বাড়তি অর্থ হাতে আসতে পারে চাকরিজীবীদের। লটারি কাটতে পারেন আজ কর্কট রাশির জাতক ও জাতিকারা। সপরিবার ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য সামনে ভাল যোগ রয়েছে আজ শিক্ষার্থীদের। অর্থভাগ্য ভাল হলেও খরচ থাকবে প্রচুর। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। জগন্নাথ দেবকে স্মরণ করুন। 

কন্যা রাশি- আজ কন্যা রাশির জাতক ও জাতিকাদের সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে। শিল্পীদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে। প্রেমের জন্য ভালো দিন। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। চাকরিজীবীদের বাড়তি অর্থ হাতে আসতে পারে। ব্যবসায়ীদের সাফল্যের যোগ প্রবল। তবে আজ আপনার বাড়িতে কলহ বাধতে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। জগন্নাথ দেবের নাম করুন আজ।

বৃশ্চিক রাশি- আজ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা সম্পত্তির ভাগ পেতে পারেন। পাওনা আদায় হতে পারে। ব্যবসায়ীদের অর্থ লাভের সুযোগ রয়েছে। চাকরিজীবীরা লটারি কাটতে পারেন। সংসারে শান্তি বজায় থাকবে। তবে আজ আপনি বিপদে পড়তে পারেন। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। শারীরিক অসুস্থতা আপনাকে কাবু করে দিতে পারে। জগন্নাথ দেবকে স্মরণ করুন। 

ধনু রাশি- আজ ধনু রাশির জাতক ও জাতিকাদের ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। চাকরিজীবীদের জন্যও অর্থ প্রাপ্তির দিন। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। বিষয়সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে। তবে রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে আজ আপনার। আঘাত পেতে পারেন। আজ একবার বলুন জয় জগন্নাথ।