নিজস্ব সংবাদদাতা:বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে ২০২৫ সালে বেশ কিছু গ্রহ বদলে যাবে। ২০২৫ সালের মার্চে ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। আংশিক সূর্য গ্রহণও হবে।
কুম্ভ: এই রাশির জাতক/জাতিকাদের বিভিন্ন সুযোগ আসছে। ব্যবসায়ীদের আকস্মিক ধনলাভ হতে চলেছে। আর্থিক দুরাবস্থা কেটে যাবে। চাকরিজীবীদের কাজের ক্ষেত্রে প্রশংসা আসবে।
মকর: রাশির জন্য সময় অতান্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সময় আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ আসবে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আকস্মিক ধন লাভ হলে আর্থিক স্থিতি মজবুত হবে। মান-সম্মান বাড়বে।