নিজস্ব সংবাদদাতা:জ্যোতিষ শাস্ত্র বলছে ২০২৫ সালের শুরু কিছু রাশির জন্য ভালো হতে চলেছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি বুধ বৌদ্ধিক, তর্ক, বুদ্ধি, গণিত, চতুরতা, মিত্রতার প্রতীক হবে। এছাড়াও বুধ রাজকুমার গ্রহও বলা হয়। বুধ গোচরে রাশিচক্রের বেশ কিছু রাশির ভাগ্য খুলবে।
মেষ রাশি: ২০২৫ সালের শুরুর দিকে জাতক/জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব আসবে। চাকরিজীবীদের ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে। নতুন বছরে আয় বেড়ে যাবে। কর্মস্থলে আধিকারিকদের সহযোগিতা পাবেন। পরিবারের প্রত্যেক সদস্য সাহায্য করবে। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে। আত্মবিশ্বাস বেড়ে যাবে।
মিথুন রাশি: জাতক/জাতিকাদের পরিবারে সুখ সমৃদ্ধি আসবে। ব্যবসা বেড়ে যাবে, আর্থিক উন্নতি হবে। চাকরিজীবীদের প্রমোশন আসছে। এই সময় আধিকারিকদের প্রশংসা আসবে। আপনি আকস্মিক ধনলাভ করবেন।
সিংহ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় বিস্তার আসবে। আকস্মিক ধন লাভ হবে। ঘরে ধার্মিক উন্নতি হবে। দাম্পত্য জীবন সুখের হবে।