মাননীয়া মুখ্যমন্ত্রীর CMRY scheme- CMRY কি জিনিস জানেন তো? CUT MONEY ROJGAR YOJANA- কি বলা হল?

কি বলা হল?

author-image
Aniket
New Update
mamata abhishek

File Picture

নিজস্ব সংবাদদাতা: তরুণজ্যোতি তিওয়ারি ফের মমতা ব্যানার্জি ও তৃণমূলকে নিশানা করেছেন।

tarunjyotir1.jpg

তরুণজ্যোতি তিওয়ারি ট্যুইট করে বলেছেন, "মাননীয়া মুখ্যমন্ত্রীর CMRY scheme এর অন্তর্গত একটা প্রজেক্ট হলো TAB দুর্নীতি।। CMRY কি জিনিস জানেন তো? CUT MONEY ROJGAR YOJANA.... সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডুরা জেলে যাওয়ার পর থেকে এই স্কিমের মাধ্যমেই তৃণমূল টাকা যোগাড় করে দল চালানোর জন্য।। মুখ্যমন্ত্রী রাজ্যের পড়ুয়াদের TAB দেবেন খুব ভালো কথা।। TAB দিলেই তো ভালো হতো টাকা দেওয়ার কি দরকার ছিল? কতটুকু ব্যবহার হবে এই টাকার? সরকারি স্কুলগুলোতে শিক্ষা দেওয়ার জন্য কোনটার বেশি প্রয়োজন TAB না শিক্ষকের?  শিক্ষক এবং পরিকাঠামোর অভাবে রাজ্যে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে TAB এর জন্য টাকা দেওয়াটা বিলাসিতা মাত্র।। রাজ্যের বহু অঞ্চলে এখনো পর্যন্ত ইলেকসিটি পৌঁছায়নি,  পরিবারের অবস্থা এতটা সচ্ছল নয় যে প্রতিমাসে ইন্টারনেটের রিচার্জ করতে পারবে।। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের কাছে 10000 টাকাটা অন্য কাজে হয়তো ব্যবহার করা হবে,  শিক্ষার জন্য নয়।। এই টাকাতেও দুর্নীতি করছে তৃণমূল।। মুখ্যমন্ত্রী কে অনুরোধ করবো রাজ্যে কসমেটিক পরিবর্তন না করে যদি সত্যি কিছু করতে চান তাহলে কাজের কাজ করুন।। শিক্ষক নিয়োগ হচ্ছে না এবং স্কুলগুলোতে শিক্ষকের অভাব আছে।। স্কুলের পরিকাঠামোর অবস্থা অত্যন্ত শোচনীয়, হেডমাস্টার বা অন্যান্য শিক্ষকদের বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত রাখা হয় যার ফলে তারা ক্লাস নিতে পারেন না।। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো নাটক কম করে কাজের কাজ করতে।। এই দুর্নীতি তৃণমূল স্তরে হয়েছে, দুর্নীতির এপিসেন্টার নাকি বিকাশ ভবন?  হ্যাঁ এই দুর্নীতি তৃণমূল স্তরে তৃণমূল করেছে এবং দুর্নীতির এপিসেন্টার বিকাশ ভবন নয়,  কালীঘাট।।"

Mamata Banerjee

তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।

 , , , , , , , , , , , , , , ,