নিজস্ব সংবাদদাতা: ফের একবার ছুটি ঘোষণা করা হল রাজ্যে। কী কারণবশত, কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হচ্ছে? আসলে কিছুদিন আগেই কেটে গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বেরিয়ে গিয়েছে তার ফলাফলও। তবে ২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বহু জায়গাটাতেই তবে উঠে এসেছে বিশৃঙ্খলার অভিযোগ। তাই পুনরায় সেই স্থানগুলিতে ভোট করাতে চায় রাজ্য সরকার। সম্প্রতি ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হয়েছেন। তাই সেখানে ১৫ তম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই উদ্দেশ্যে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৩ ধূপগুড়িতে স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমস্ত সরকারী অফিস বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। দোকানপাট, বাজার, মার্কেট সমস্ত কিছুই বন্ধ থাকবে ঐদিন।