সামনে পঞ্চায়েত ভোট, বাতিল হয়ে গেল ছুটি!

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। ওই দিন বিদ্যুৎ সংযোগ যাতে কোনওভাবেই বিচ্ছিন্ন না হয় ও যে কোনও ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে কর্মী-অফিসারদের ছুটি বাতিল করা হল এবার।

author-image
Anusmita Bhattacharya
New Update
election (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বর্ষার মধ্যে হতে চলেছে বাংলায় ভোট। তাই ভোটের দিন যাতে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে সেই উদ্দেশ্যে কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করে দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ৮ জুলাই শনিবার রাজ্যে হবে পঞ্চায়েত ভোট। ওই দিন বিদ্যুৎ সংযোগ ঠিক রাখতে ও যে কোনও ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে কর্মী-অফিসারদের ছুটি বাতিল করে দেওয়া হল।

সংস্থার তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে যে রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, সহকারী ইঞ্জিনিয়ার, কাস্টমার কেয়ার কেন্দ্র, স্টেশন ম্যানেজাররা ভোটের দু’দিন আগে থেকে কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকবে। বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মরত টেকনিশিয়ান এবং কাজের জন্য ভাড়া নেওয়া গাড়িচালকদের ২৪ ঘণ্টার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।