নিজস্ব সংবাদদাতা : আজ হোলি উৎসবে সম্প্রীতির বার্তা দিতে গিয়ে এক বড় দাবি করে বসলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই বলেন, ধর্ম যার যার আলাদা হতে পারে, কিন্তু একে অপরের উৎসবে আমাদের সবাইকেই আনন্দিত হতে হবে। রমজান যেমন হিন্দুদের, হোলিও তেমন মুসলিমদের।"
/anm-bengali/media/media_files/Flq8CC4HzTmyFyiryLk1.jpeg)
এছাড়াও তিনি বলেন, ''আমরা সবাই মিলে আজকে হোলিতে আনন্দ করব। সব রঙ একসঙ্গে মিশে যে রঙ তৈরি করে, সেটাই আমাদের ভারত।''