‘অর্থ প্রতিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী’, হিরণের মন্তব্যে ফের সরগরম বিধানসভা

এদিন এই নিয়ে ফের ধুন্ধুমার হয়ে ওঠে বিধানসভার অন্দর মহল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
HIRAN.JPG

File Picture

নিজস্ব সংবাদদাতা: বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাজেটের ওপর আলোচনা। আর এই আলোচনার এদিন ছিল প্রথম দিন। এদিনের আলোচনায় অংশগ্রহণ করে নিজের বক্তব্য রাখতে উঠে বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায় বলেন, 'সরকার পয়সা দিয়ে আওয়ার্ড কেনে’। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃনমুল বিধায়করা। 

x

এরপরই হিরনের ফের মন্তব্য,  'ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বাজেটে প্রতিবার মিথ্যা কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী’। বিজেপি বিধায়ক এর এই মন্তব্যের পর ফের চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শেষ পর্যন্ত ‘মিথ্যা’  শব্দটি এদিনের সভার কার্য বিবরণি থেকে বাদ দিতে বলেন উপাধ্যক্ষ। এরপরেই এদিন এই নিয়ে ফের ধুন্ধুমার হয়ে ওঠে বিধানসভার অন্দর মহল।

hirankhanjari