নিজস্ব সংবাদদাতাঃ আর একদিন বাকি। বৃহস্পতিবার গোটা রাজ্যে পালিত হবে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন ইলিশ, চিংড়ি, পাবদার মতো মাছ না থাকলে ভোজ কি আর সম্পূর্ণ হয়? কিন্তু এবার খারাপ খবর। জামাই ষষ্ঠীতে মাছের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। নদী ও সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ, জোগান কম থাকায় জামাই ষষ্ঠীতে মাছের দাম বাড়ার আশঙ্কা মিথ্যে নয়। এই নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়রই মন খারাপ রয়েছে। জামাই ষষ্ঠীর আগে প্রখর গরমের জন্য নদী ও সমুদ্রের মাছের জোগান না থাকায় যাঁরা ইলিশ, পমফ্রেট, ভেটকিসহ বিভিন্ন মাছ মজুত করে রেখেছেন, তাঁরা বেশি দামে তা বিক্রি করবেন। তুলনামূলকভাবে অনেক বেশি দামে মাছ কিনতে হবে ক্রেতাদের।