নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে যে ২০২৩-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা যে কোনো একটি বৃত্তিমূলক বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসাবে বেছে নিতে পারবে। এটি পড়ুয়াদের তাদের আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে তাদের শিক্ষার পথ প্রশস্ত করবে। অন্ততপক্ষে ৫০ শতাংশ পড়ুয়াকে একটি বৃত্তিমূলক বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে বলে জানা গেছে।