নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সাংসদের শিশুকন্যাকে নিয়ে কুমন্তব্য। মন্তব্যের সমর্থনে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়। হেফাজতে অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট। নির্দেশ বহাল রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনজন আইপিএস এর নেতৃত্বে সিট গঠন। "আমরা বনে করি না যে এই ধরনের মামলার তদন্ত স্বচ্ছতার সঙ্গে করতে পারবে না রাজ্য", মন্তব্য বিচারপতি সূর্যকান্তর।