অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়! ED ও CBI জেরা

কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি (ED) ও সিবিআই (CBI) জেরা করতে পারবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহালই রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

author-image
SWETA MITRA
New Update
abhishek kuntal.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কথাতেই আছে যে হাকিম বদলালেও হুকুম বদলায় না, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই কথাটা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় আরও অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি (ED) ও সিবিআই (CBI) জেরা করতে পারবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহালই রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জরিমানা করেছেন বিচারপতি। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় দুই এজেন্সি ইডি ও সিবিআই কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে রায় দিয়েছেন।