জয়নগর কাণ্ডে জনস্বার্থ মামলা নাকচ! কী বলল আদালত

হাইকোর্ট জয়নগর কাণ্ডে জনস্বার্থ মামলা নাকচ করে দিয়েছে। জানানো হয়েছে, ময়নাতদন্তের পরে প্রয়োজন হলে হাইকোর্টের দ্বারস্থ তাঁরা হতে পারেন।

author-image
Tamalika Chakraborty
New Update
kolkata high court

নিজস্ব সংবাদদাতা: জয়নগর কাণ্ডে জনস্বার্থ মামলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে দুই আইনজীবী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করতে চান। কিন্তু হাইকোর্টের প্রধানবিচারপতি বলেন, এখনও নাবালিকার দেহ ময়নাতদন্ত হয়নি। আগে ময়নাতদন্ত হোক। প্রয়োজনে ছুটির পরে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। 

জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান বিচারপতির নির্দেশে রবিবার বিশেষ বেঞ্চে শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সুরতহাল রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিত। তারপরেও  কেন পকসো আইনে মামলা রজু করা হয়নি। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বর্তমানে এইএমএসের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করছেন।  

প্রসঙ্গত, জয়নগরের কুলতলিতে  নয় বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার পরিবারের তরফে অভিযোগ, বার বার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ভূমিকা নেয়নি। যদি প্রথমেই পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করত, সেক্ষেত্রে হয়তো তাদের মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। শনিবার সকাল থেকেই উত্তেজিত হয়ে পড়ে জয়নগরের জনতা। দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুড় চালায় জনতা। পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

 tamacha4.jpeg