নিয়োগ দুর্নীতি: অভিষেককে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট

অয়নের সংস্থার ডিরেক্টর হিসাবে নাম রয়েছে অয়ন শীলের পুত্র অভিষেক শীলের। তাই সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আগামী সোমবার হাজিরা দিতে বলা হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
high

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের পুত্র অভিষেক শীলকে এবার হাজিরার নির্দেশ। ইডির চার্জশিটে তাঁর নাম রয়েছে। চার্জশিটে অয়নের যে সংস্থার নাম নিয়েছে ইডি, তারই ডিরেক্টর নাকি অয়নের ছেলে অভিষেক। তাই সংস্থার লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আদালতে আগামী সোমবার ১৯ জুন  হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে অয়নের স্ত্রী কাকলি এবং পুত্রকে তলব করেছে ইডি।  এপ্রিলের সেই জেরার পর ইডি দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। তিনি বলেছিলেন যে তাঁকে যে কোম্পানির ডিরেক্টর করা হয়েছে, তা তিনি নিজেই জানতেন না। ২০১৩ সালে যখন কোম্পানি তৈরি হয়, অভিষেক তখনও নাবালক ছিলেন। ইডি দফতরে সে দিন প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নথি জমা দিয়ে এসেছিলেন অভিষেক।