নিজস্ব সংবাদদাতাঃ সোমা রায় বনাম রাজ্য সরকারের মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে। শিক্ষকদের তথ্য চেয়েছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষকদের তথ্য কীভাবে পাঠাতে হবে সেই বিবরণ দিয়ে রাজ্য শিক্ষা দফতর এসওপি'র জেলাগুলিতে পাঠিয়েছে।
কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২৭ মে'র মধ্যে সমস্ত শিক্ষকদের তথ্য আদালতকে পাঠাতে হবে। এসএসসি বাদে, ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষকদেরও তারা যে যোগ্য সেই তথ্য দিতে হবে। এছাড়াও, ২৭ মে’র মধ্যে শিক্ষকদের সমস্ত হার্ড কপিও জমা করতে হবে। জেলা স্কুল পরিদর্শক, সহকারী জেলা স্কুল পরিদর্শদের সেই হার্ড কপি সংগ্রহ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।