নিজস্ব সংবাদদাতা: আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ওইদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, মিছিলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। চিকিৎসকদের তরফ থেকে ওই মিছিলের আবেদন জানানো হয়েছিল।
রাজ্যের তরফে দাবি করা হয়েছে, মিছিলে কতজন অংশ নিচ্ছেন, সেই সংখ্যা স্পষ্ট করতে হবে। একথা শুনেই চিকিৎসকদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি মিছিলে যোগ দেন, সেই সংখ্যা আমরা কী করে বলব?”