নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টে আবার বড় ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। আদালতের নির্দেশ অবমাননা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করা হল উচ্চ আদালতের তরফে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ২৪ নভেম্বর এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের পক্ষ থেকে।
আদালতের এই পদক্ষেপের ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা কিছু একটা আন্দাজ করছিলেন। রাজ্যের আইনজীবী তা ঠেকাতে আদালতে নানারকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করেন। সেই সব যুক্তি ধোপে টিকল না। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এই নিয়ে জানান যে যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে চলেছেন তিনি। হাইকোর্টের নির্দেশ নিয়ে এর বাইরে কিছু বলতে রাজি নন এখন। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওই মামলায় দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতির নেতত্বাধীন বেঞ্চ দাবি করছে যে আদালতের নির্দেশ অমান্য করা হল।