RG Kar Rally: কলকাতায় আরও এক বড় মিছিল-চাপে সরকার! রাজ্যের উপর বিরক্ত হাইকোর্ট

আরজি কাণ্ডে উত্তাল দেশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
high court.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শান্তিপূর্ণ মিছিলে যে কোনও বাধা দেওয়া যাবে না, সেই বার্তা আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কলকাতায় আরও একটি মিছিলে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামতে চেয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ। কিন্তু কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি বলে আদালতে দ্বারস্থ হতে হয়। শুক্রবার অর্থাৎ আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। 

সূত্রে খবর, আগামী ৩ সেপ্টেম্বর মিছিল করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন বুদ্ধিজীবীরা। রবীন্দ্রসদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে চান তাঁরা। 'কালচারাল অ্যান্ড লিটারারি বেঙ্গল'-এর তরফে হওয়ার কথা এই মিছিল। এদিন শুনানি শুরু হলে, রাজ্য জানায় মিছিলের সময় নিয়ে আপত্তি আছে তাদের।

বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, "চারিদিকে যে বিক্ষোভ হচ্ছে, শুধু সময় বেঁধে দিয়ে আপনি কি সেটা আটকাতে পারবেন?" তবে সময় ছাড়া রাজ্য কোনও আপত্তি না করায় শান্তিপূর্ণ মিছিলে অনুমোদন দিয়েছে আদালত।