নিজস্ব সংবাদদাতাঃ হাইকোর্টে স্বস্তি পেলেন রাজ্যের ৩২ হাজার প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। আপাতত বাতিল হচ্ছে না নিয়োগ। দিতে হবে না নতুন করে ইন্টারভিউ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশের আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছিলেন, ওই শিক্ষকদের নতুন করে ইন্টারভিউ দিতে হবে। সেই মামলাতেই বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। জানা গিয়েছে, শুনানি শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে। নিয়ম মেনে বেতনও পাবেন তাঁরা।