DA : সমঝোতা! রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় খবর

মুখ্যসচিব, অর্থসচিব সহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলার নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।

author-image
Harmeet
New Update
সরকারি কর্মীদের আন্দোলন

শহিদ মিনারের সামনে চলছে ডিএ আন্দোলন।


নিজস্ব সংবাদদাতা : ডিএ (DA) আন্দোলনকারীদের সঙ্গে রাজ্যকে এবার আলোচনায় বসার সময় বেধে দিল কলকাতা হাইকোর্ট (HC)। ১৯ এপ্রিলের মধ্যে ২ পক্ষকে আলোচনায় বসার নির্দেশ আদালতের। এক্ষেত্রে সরকারি কর্মীদের সংগঠনের তরফে তিন জনের নাম জানাতে হবে। মুখ্যসচিব, অর্থসচিব সহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলার নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। কর্মীরা বার বার কর্মবিরতিতে যাচ্ছেন। বৃহস্পতিবার ১২ ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সরকারের পদক্ষেপের প্রয়োজন অনুভব করছে আদালত। এদিন কর্মবিরতির ডাক দেওয়ার কারণে ৪৩৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সমস্যার জন্য বেশকিছু আইন পদক্ষেপ গ্রহণের উপায় রয়েছে বলেও জানান বিচারপতি।