নিজস্ব সংবাদদাতা: বিগত ২ বছর ধরে কলকাতা হাইকোর্টের রায়ে বহু নিয়োগ বাতিল করে দেওয়া হয়। গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে দেয়। তাতে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দেয় আদালত। চাকরি হারিয়ে ফেলেন ২৫ হাজার ৭৫৩ জন। রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি, রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ।
জন আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে ৮ জন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগ বাতিল হয় ২০২১ সালে। ২০১৪ সালের টেট পাশ করে স্পেশাল বি.এড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসি-র অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন তারা। কিছু মাসের মধ্যেই প্রাইমারি বোর্ড যোগদানপত্র বাতিল করে। এবার ওই ৮ চাকরিহারাকে কাজে ফেরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।