রাতভর চললো ভারী বৃষ্টি, তিলোত্তমার কোন কোন এলাকা ভাসল জানেন কি?

দেখা যাচ্ছে, বহু এলাকাতেই রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rain kol.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টি হলেই কলকাতায় জল জমবে এটা খুবই প্রত্যাশিত। স্বাভাবিক ভাবেই, গতকালের বৃষ্টিতে জল জমল তিলোত্তমায়। রাতভর বৃষ্টিতে জলমগ্ন হল কলকাতার একাধিক এলাকা। হাওয়া অফিস রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, বহু এলাকাতেই রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে।

heavy rainfall2.jpg

ভারী বৃষ্টি হয়েছে - বালিগঞ্জ – ৬৬ মিমি., জিঞ্জিরা বাজার – ৬৫ মিমি., যোধপুর পার্ক – ৬২ মিমি., কালিঘাট – ৫৭ মিমি., বেহালা – ৫৪ মিমি., গার্ডেনরিচ – ৫২ মিমি.। এদিকে, হাল্কা বৃষ্টি হয়েছে, বীরপাড়া, দত্তবাগান, উল্টোডাঙ্গা, মানিকতলা এলাকায়। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ১৮ থেকে ২২ মিলিমিটারের মধ্যে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

fghjkio

Add 1