ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে জারি সতর্কতা

ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নিম্নচাপটি। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতকর্তা জারি।

author-image
Tamalika Chakraborty
New Update
kolkata rain 2.jpg

নিজস্ব সংবাদদাতা:  বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, শক্তি বাড়িয়ে প্রথমে অতি গভীর নিম্নচাপ ও তারপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপটি।

  তবে বৃহস্পতিবার কলকাতায় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ ২০মিলিলিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের খেপু পাড়া উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল করতে পারে। আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার থাকবে।