বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রার চেয়ে বেশি গরম এবং ঘামের অনুভূতি হবে। সোমবার রাত থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

author-image
Debapriya Sarkar
New Update
Kolkata rain

নিজস্ব প্রতিবেদন : আগামী সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রার চেয়ে বেশি গরম এবং ঘামের অনুভূতি হবে।

Rainfall

দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবারের দিকে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার রাত থেকে হালকা-মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

Rain

দার্জিলিং ও সিকিমে গরমের অনুভূতিটা বেশি ছিল। তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বুধবার থেকে কাল দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।