নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ডানার প্রভাব থেকে এখনও মুক্ত হয়নি বাংলা। আগামী কয়েকঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে শুধু শুক্রবার সন্ধ্যায় ১০ থেকে ৩০মিমি বৃষ্টি হতে পারে।
শুক্রবার খুব ধীর গতিতে ঘূর্ণিঝড় ডানা নিম্নচাপে পরিণত হয়ে এগোচ্ছে। তার পাশপাশি শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দানার কেন্দ্রে থাকা জলীয় বাস্প পশ্চিমা বাতাসের প্রভাবে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুজড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার একাংশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে একাধিক জেলাতে ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ গভীর রাত পর্যন্ত চলতে পারে।
তবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। তবে শুক্রবার রাতে পর্যন্ত ভারী বর্ষণে বেশ কয়েকটি জায়গায় প্লাবনের সম্ভাবনা দেখা দিতে পারে। তবে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের পরিস্থিতির ওপর নজর রাখছে। কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ একাধিক জায়গায় দলবন্দি পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে।