নিজস্ব সংবাদদাতাঃ দুপুরেই ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামল কলকাতা শহরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগে থেকেই ছিল যে আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে। এবার সেই আশঙ্কাই যেন সত্যি হল। বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামল শহরজুড়ে। কলকাতার রাস্তাঘাটে একটু একটু করে জল জমছে। ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখার দাপটে এই বৃষ্টি বলে খবর।
বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিন বুলেটিন জারি করে এমনই জানানো হয়েছে।