নিজস্ব সংবাদদাতা : গতকাল দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা ছিল চরম পর্যায়ে। গরমের দাপটে জনজীবন কার্যত অস্থির হয়ে পড়ে। গতকালের পরিস্থিতির কারণে আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
/anm-bengali/media/media_files/2025/01/23/6alanHCLrDnO6JAjmEP7.jpeg)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও একইরকম দাবদাহ বজায় থাকবে। ইতিমধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ফলে গরমের অস্বস্তি আরও তীব্র হবে বলে অনুমান করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/qZpqbN8IoP6oz7pg7pOP.png)
তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাব্য জেলা হল – দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে সাময়িক হলেও গরমের হাত থেকে কিছুটা মুক্তি মিলতে পারে বলে আশা করা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/pnKDTcM8DYsX8bRY4EqJ.jpg)
আবহাওয়া দফতর সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে বাইরে না বেরোনো, প্রচুর পরিমাণে জল পান করা এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের যত্নে রাখার কথাও বলা হয়েছে।