শুক্রবার রাতে পাঞ্জাবের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান! অভিযোগ সেনাবাহিনীর
পাখির কলরবে নয়, বরঞ্চ বিস্ফোরণ, গুলিবর্ষণের বিকট আওয়াজে ঘুম ভাঙছে পুঞ্চের নিরীহ মানুষদের!
শ্রীনগরের ডাল লেকে আছড়ে পড়ল পাক ক্ষেপণাস্ত্র! কী বলছে ভারতীয় সেনাবাহিনী
পাকিস্তানের রাডার সাইট উড়িয়ে দিল ভারত! কী বললেন কর্নেল কুরেশি
একের পর এক সাধারণ মানুষকে হত্যা পাকিস্তানের! এবার কার্যত গর্জে উঠল ভারতীয় সেনাবাহিনী
মুহুর্মুহু শোনা যাচ্ছে বিস্ফোরণ, ভয়ের শহর পুঞ্চের ভোরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি
ড্রোনের হানা পাকিস্তানের, আকাশেই ধ্বংস করলো ভারত, ড্রোনের কঙ্কাল মিললো পাঞ্জাবে
পাকিস্তানের সাধারণ মানুষের প্রাণের মূল্য পাক সরকারের নেই! বিস্ফোরক অভিযোগ কর্নেল সোফিয়া কুরেশির
গণতন্ত্র বোঝার মতো ক্ষমতা পাকিস্তানের নেই! এবার তীব্র হুঙ্কার ভারতের

তাপপ্রবাহে কাহিল দক্ষিণবঙ্গ! হলুদ সতর্কতা জারি, কবে মিলবে স্বস্তির বৃষ্টি? জানুন

তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ, আলিপুর হাওয়া অফিস জারি করল হলুদ সতর্কতা। ২৬ এপ্রিল থেকে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা।

author-image
Debapriya Sarkar
New Update
3

নিজস্ব সংবাদদাতা : গতকাল দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা ছিল চরম পর্যায়ে। গরমের দাপটে জনজীবন কার্যত অস্থির হয়ে পড়ে। গতকালের পরিস্থিতির কারণে আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

d

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও একইরকম দাবদাহ বজায় থাকবে। ইতিমধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ফলে গরমের অস্বস্তি আরও তীব্র হবে বলে অনুমান করা হচ্ছে।

summer

তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাব্য জেলা হল – দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে সাময়িক হলেও গরমের হাত থেকে কিছুটা মুক্তি মিলতে পারে বলে আশা করা যাচ্ছে।

summer

আবহাওয়া দফতর সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে বাইরে না বেরোনো, প্রচুর পরিমাণে জল পান করা এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের যত্নে রাখার কথাও বলা হয়েছে।