নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও গরমের দাপট থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের মানুষের। বরং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। অসম ও রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব বাংলাদেশের ওপর আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই রাজ্যে গরমের মাত্রা বেড়েছে। তবে আগামী বুধবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
/anm-bengali/media/media_files/pvyZOYoFy3dMsTOxgpMt.jpg)
শনিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করতে পারে। বেশিরভাগ জেলাতে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
একই সাথে রবিবারেও চলবে দাবদাহ। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় তীব্র গরমের কারণে অস্বস্তিকর পরিস্থিতি থাকবে বলেই জানা যাচ্ছে।