নিজস্ব সংবাদদাতা: গরমে রীতিমতো যেন পুড়ছে বাংলা। সপ্তাহের শুরু থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এবার আবার চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কবে কোন জেলায় তাপপ্রবাহ চলবে তাও আগাম জানিয়ে রাখল হাওয়া অফিস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২-৪ ডিগ্রি। আগামী ৪ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, ২ জুন অর্থাৎ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ৩ জুন, শনিবার এই জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জুন মাসের শুরুতে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহ হতে পারে।