ALERT: দুপুর ১১টা-বিকেল ৪টে...বাইরে বেরোবেন না!

রাজ্যজুড়ে এতদিন গরমের দাপটের পর হালকা বৃষ্টি, হাওয়া আর ঝড়ে বেশ স্বস্তির আমেজ ছিল। এবার তাতে ভাটা পড়বে। কারণ এবার আবার আসছে আগের মতো গরম।

author-image
Anusmita Bhattacharya
New Update
heat1

নিজস্ব সংবাদদাতা: হঠাৎ আবহাওয়ায় বিরাট রদবদল। পশ্চিমবঙ্গবাসীর কাছে বড় ধাক্কা। এতদিন বৃষ্টি আর ঝড়ে গরম থেকে হাঁফ ছেড়ে বাঁচা গিয়েছিল কিন্তু আবার এল সেই গরম। শুধু তাই নয়, কলকাতা এবং একাধিক জেলায় এবার আবার চলবে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। 

এই আবহে আগামীকাল দুপুর ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করল নবান্ন। কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম থাকবে। কলকাতা ছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় লু বইবে।