নিজস্ব সংবাদদাতা: বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) SSC-র চাকরি বাতিল মামলার শুনানি। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে দুপুর দুটো নাগাদ শুনানি শুরু। এর আগে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের সব প্যানেল বাতিল করে দেয়। চাকরি গিয়েছে প্রায় ২৫ হাজার ৭৫৩ জনের।
প্রসঙ্গত, এর আগে মামলাটি শুনেছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। ফলত, চাকরি হারাদের নজর রায়ের দিকে।