নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের শেষ নেই। তিনি কেমন আছেন তা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। এরই মাঝে আজ রবিবার বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে বুলেটিন জারি করল উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital)। এদিন হাসপাতালের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভালো আছেন বুদ্ধদেব। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সেন্ট্রাল লাইন চ্যানেল খুলে ফেলা হবে আজ তাঁর শরীর থেকে। তিনি রাইলস টিউবেই খাওয়া দাওয়া করছেন । পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হচ্ছে। তাঁর জ্ঞান রয়েছে এবং চিকিৎসকদের দেখে সাড়া অবধি দিচ্ছেন।