জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেওয়া বন্ধ করবেন না, অনুরোধ করলেন স্বাস্থ্যসচিব!

স্বাস্থ্যসচিব করলেন সাংবাদিক সম্মেলন।

author-image
Anusmita Bhattacharya
New Update
112471352

নিজস্ব সংবাদদাতা: আর জি করে চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় বাংলা। বাংলার বেশিরভাগ হাসপাতালে কর্মবিরতিতে পড়ুয়া-চিকিৎসকরা। সাংবাদিক সম্মেলন ডেকে মুখ খুললেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। 

স্বাস্থ্যসচিব বলেন যে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যা ঘটেছে, তার কড়া ভাষায় নিন্দা করল রাজ্য সরকার। সরকার এই ঘটনার যথাযথ তদন্ত করার ব্যাপারে বদ্ধপরিকর। কলকাতা পুলিশ কমিশনার ব্যক্তিগতভাবে বিষয়টির তত্ত্ববধান করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পরে প্রথম দিনেই যথাযথ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। রাজ্য সরকারের তরফে নিশ্চিত করা হচ্ছে যে সরকার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। 

West Bengal: Woman trainee doctor found dead in seminar hall of RG Kar  Hospital in Kolkata - India Today

তবে জারি থাকা বিক্ষোভ নিয়ে তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে অনুরোধ করেন যে আন্দোলনকারী চিকিৎসকেরা কর্মবিরতি জারি রাখায় হাসপাতালগুলির বহির্বিভাগ এবং জরুরি পরিষেবা ও জরুরি বিভাগের চাপ আসছে সিনিয়রদের উপর। জুনিয়র ডাক্তাররা যেন রোগীদের পরিষেবা দেওয়ার কাজ বন্ধ না করেন। 

चर्चा में क्यों बना है यह मेडिकल कॉलेज, कैसे मिलता है इसमें एडमिशन? जानें  फीस से लेकर तमाम डिटेल - News18 हिंदी