নিজস্ব সংবাদদাতা: আমরণ অনশনের সাড়ে চার দিন পার। কিন্তু অনশন এখনও চলছে। সরকারের কাছ থেকে মেলেনি কোনও উত্তর। গতকালে স্বাস্থ্যভবনের বৈঠকেও মেলেনি কোনও সমাধানের রাস্তা। আর সেই সবের জন্যেই অনশনও প্রত্যাহার হয়নি। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে শরীর, শুধুমাত্র মনের জোরে ৫ দিনের দিকে এগোচ্ছেন অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। তারা পূর্ণ সমর্থন পাচ্ছেন সিনিয়রদের কাছ থেকে। এমনকি সাধারণ মানুষও রয়েছে তাঁদের পাশে।
কিন্তু তাতে কতোদিন চলবে? এই ভাবে আসতে আসতে শরীর দুর্বল হচ্ছে, মানসিক জোরে কতদিন চলতে পারে? এই রকম চলতে থাকলে বিপদ হতে বেশি দিন নেই। তাই এবার সিনিয়রেরাই এলেন জুনিয়রদের বোঝাতে।
জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য অনুরোধ করছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। বৃহস্পতিবার সকালে তারা ধর্মতলায় পৌঁছেছেন। তাঁদের এক জন বলেন, “ওঁরা আমাদের সন্তান সম। পশ্চিমবঙ্গের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে অনুরোধ করছেন, আমরাও সেই অনুরোধ নিয়ে এসেছি। ওঁদের দাবি যথার্থ। সেগুলি ছিনিয়ে আনতে হবে। কিন্তু জীবন বাজি রেখে নয়। প্রশাসনের কাছে আমাদের আর্জি, ওঁদের দাবিগুলির প্রতি আরও উদার, মানবিক হোন”।