নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের। চিঠিতে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা যাতে ভালোভাবে হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, " অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হোক। দিনে ২ বার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য দফতরে । অসুস্থ জুনিয়র ডাক্তাররা যাতে সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করবেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। "
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা ১০ দফা নিয়ে লাগাতার অনশন করে চলেছেন। জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছেন, এই বিষয়ে সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। মঙ্গলবার চিকিৎসকদের তরফে দ্রোহের কার্নিভাল করা হয়। ঘটনায় কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। দ্রোহের কার্নিভাল বন্ধ করার জন্য রাজ্য সরকারের তরফে একাধিক চেষ্টা করা হয়েছিল। শুধু তাই নয়, শেষ চেষ্টা হিসেবে, যেখানে দ্রোহের কার্নিভাল করা হবে ঠিক করা হয়েছিল, তার আশেপাশে ১৬৩ ধারা জারি করা হয়েছিল। কিন্তু হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। তুলে নিতে হয় ১৬৩ ধারা। সরিয়ে ফেলতে হয় ৭ ফুট লম্বা ব্যারিকেট। হয় দ্রোহের কার্নিভাল।