নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য সামনে এসেছে। আরজি করে দুই চিকিৎসকের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে। আরজি কর দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চিঠির জবাব স্বাস্থ্য দফতরের। দুই চিকিসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। সিবিআইয়ের চিঠির জবাব দিয়ে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
এর আগে দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছিল আরজি করে ফরেন্সিক মেডিসিন বিভাগের দেবাশিস সোম ও অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষের বিরুদ্ধে। স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে একটি চিঠিও দিয়েছিল। সিবিআইকে পাল্টা চিঠিতে স্বাস্থ্যদফতরের তরফে জানানো হয়েছে, ওই দুই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আরজি কর কাণ্ডের পর সিবিআই একাধিকবার দেবাশিস সোমকে ডেকে পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।
৯ অক্টোবর সিবিআই চিঠি দিয়ে এই দুই চিকিৎসকের দুর্নীতি যোগের কথা জানিয়েছিল স্বাস্থ্য দফতরকে। আরজি কর দুর্নীতি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।