নিজস্ব সংবাদদাতা : বছরের পর বছর বিনা অনুমতিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে কর্মরত মানস চক্রবর্তীর নিয়োগ নিয়ে গত কিছুদিন ধরে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। অবশেষে, এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যসচিব রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে মানস চক্রবর্তীর অপসারণের নির্দেশ দিয়েছেন।
এছাড়া, নতুন রেজিস্ট্রার নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এর আগে আরজি কর কাণ্ডের পর চিকিৎসকরা বারবার মানস চক্রবর্তীকে পুনর্নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একাধিক ডাক্তারি সংগঠন এই নিয়োগের বিরুদ্ধে সরব হয়ে বলেছিল, প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়মের পরিপন্থী।
এই চিঠির মাধ্যমে স্বাস্থ্য ভবন নিশ্চিত করেছে যে, রাজ্য মেডিকেল কাউন্সিলের কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন, প্রশ্ন উঠছে যে, নতুন রেজিস্ট্রার দ্রুত নিয়োগ করা হবে কিনা এবং এর ফলে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজকর্মে কী ধরনের পরিবর্তন আসবে।