তিনি আমাকে স্নেহ করতেন, মৃত্যুতে শোকে কুণাল ঘোষ

কুণাল ঘোষ কি বললেন?

author-image
Aniket
New Update
sad kunal sad

 

 

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্তর প্রয়াণে শোকজ্ঞাপণ করলেন কুণাল ঘোষ।

c

তিনি বলেছেন, "প্রয়াত প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। টিভি বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হত। কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন। বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন। কথাও হত মাঝেমধ্যে। তাঁর প্রয়াণে আন্তরিক শোকজ্ঞাপন করছি। পরিবারকে জানাই সমবেদনা।"