"ওর একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়..." বললেন সঞ্জয়ের দিদি

আরজি কর ঘটনার ১৬৪ দিনের মাথায় বিচার পেলেন নির্যাতিতা চিকিৎসক। গত শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনায় দোষী সাব্যস্ত করেন।

author-image
Jaita Chowdhury
New Update
-20241104314-0_1734751604093_1734751636426

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনার (RG Kar Case) ১৬৪ দিনের মাথায় বিচার পেলেন নির্যাতিতা চিকিৎসক। গত শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনায় দোষী সাব্যস্ত করেন। আর আজ ছিল সঞ্জয়ের সাজা ঘোষণা। 

আজ আদালতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হল। আদালত জানায়, সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড হবে। বিচারক সঞ্জয়ের উদ্দেশ্যে বলেন, আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে। তিনি আরও বলেন, সঞ্জয় রায়ের অপরাধ ‘বিরলতম’ নয়। তবে সঞ্জয় কি একাই যুক্ত এই ঘটনার সঙ্গে? সঞ্জয়ের দিদিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সঞ্জয়ের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়।"