আরজি কর কাণ্ডঃ দুর্গা পুজো মামলা-অনুদান ফিরিয়ে দিচ্ছে অনেক ক্লাব! নতুন করে বিপাকে মমতা সরকার, রাজ্যকে নোটিস হাইকোর্টের

দুর্গা পুজো-মামলায় এবার বিপাকে তৃণমূল সরকার।

author-image
Aniruddha Chakraborty
New Update
mamathighcourtk.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গা পুজোর জন্য গত কয়েক বছর ধরেই ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি বছর বাড়ছে সেই অনুদানের অঙ্ক। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজো সংগঠনগুলোর সম্মেলনে দাঁড়িয়ে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী বছর অনুদান বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই ছবিটা পাল্টাতে শুরু করেছে। এবার সেই অনুদান নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্ট।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিনে একের পর এক ক্লাব অনুদান ফিরিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির কয়েকটি ক্লাব ছাড়াও অনুদান ফেরানোর কথা ঘোষণা করেছে কলকাতার এক জনপ্রিয় ক্লাবও। আর এবার সেই অনুদান নিয়েই রাজ্যকে নোটিস দিতে বলল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার অর্থাৎ আজ হাইকোর্টে দুর্গা পুজোর অনুদান নিয়ে একটি মামলা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পুজোর অনুদান বেড়েছে, কিন্তু খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না। অর্থাৎ অনুদানের টাকা কোথায় খরচ হচ্ছে, আদৌ পুজোয় খরচ হচ্ছে কিনা, সেই বিষয়ে কোনও নজরদারি নেই বলেই অভিযোগ জানানো হয়েছে। এই মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মামলা শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "অনেক ক্লাব নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে!" অডিটের বিষয়ে রাজ্যকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে জ্বলে উঠেছে পুরো দেশ। ন্যায়বিচারের দাবিতে পথে নামছেন সমস্ত ধরনের মানুষ।